ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এতে সুপার লিগে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো নবাগত ক্লাবটির।
বুধবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪১ ওভারে ১৭৮ রানে অলআউট হয় গুলশান। জবাবে দিতে নেমে ৪৩ ওভার ব্যাটিং করে ৫ রান কম থাকতে ১৭৩ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।
১৭৯ রানের লক্ষ্য তাড়ায় ১৪৪ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল শাইনপুকুর। শেষ উইকেটে দলকে জয়ের দিকে টেনে নিচ্ছিলেন মিনহাজুল আবেদীন সাব্বির ও শরিফুল ইসলাম। তবে শেষ পর্যন্ত সফল হননি তারা।
দশম উইকেটে মিনহাজুল ও শরিফুলের ২৯ রানের জুটি ভেঙে দেন গুলশান ক্লাবের স্পিনার নাইম ইসলাম। ডানহাতি স্পিনারের বলে মিনহাজুলকে উইকেটরক্ষক আলিফ হাসান ইমন স্টাম্পড করলে উল্লাস শুরু করেন গুলশান ক্লাবের ক্রিকেটাররা।
এদিন গুলশান ক্লাবের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৩৮ রান করেন শাকিব শাহারিয়ার। ওপেনার জাওয়াদ আবরার করেন ৩৭ বলে ৩৭ রান। এছাড়া ফরহাদ রেজা ২২, আলিফ হাসান ইমন ১৭ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১৬ রান করেন।
শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সাকিব শাহরিয়ার। ১১ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম অপরাজিত ২২ রানে। এছাড়া মঈনুল ইসলাম তন্ময় ২১, নিয়ন জামান ১৮ ও অধিনায়ক রায়ান রাফসান রহমান ১৭ রান করেন।
The post শাইনপুকুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় গুলশান ক্রিকেট ক্লাবের appeared first on Bangladesher Khela.