ভোলা প্রতিনিধি:

সারা দেশে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ভোলায় এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ জন।
এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬৭৮ জন ও দাখিলে ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনালে ১ হাজার ২৭৭ জন অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে জেলার ৪৯টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। এ বছর মাধ্যমিকে কেন্দ্র ২৬টি, দাখিলে কেন্দ্র ১৫টি ও ভোকেশনালে কেন্দ্র আটটি রাখা হয়েছে।
সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ২ হাজার ২৮০ জন। গত বছর যেখানে মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন।
এ বছর এসএসসিতে বেড়েছে ৬৮২ জন, দাখিলে বেড়েছে ১৩ হাজার ৩৬ জন এবং ভোকেশনালে বেড়েছে ২৬৬ জন। ৩ বিভাগেই প্রথমদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে।
এ ব্যাপারে ভোলা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত।
তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক নিরাপত্তা জোরদার থাকবে।
The post ভোলায় এসএসসি-সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩৭০০ পরীক্ষার্থী appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.