
যে আইসক্রিমের কথা বললেই চোখ চকচক করে, জিব লকলক করে, আমি সেই আইসক্রিমের কথাই বলছি। আর আমার তো আইসক্রিমের নাম শুনলেই জিবে জল চলে আসে। আমেরিকান লেখক ফ্র্যাঙ্ক ওশান বলেছিলেন, ‘কেউ যদি আপনার হৃদয়ও ভেঙে দেয়, তাহলে তার মুখে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে চলে যাও, আর বসে বসে আইসক্রিম খাও।’