হঠাৎ করে হারিয়ে গেল নীড়।
চারদিকে সব স্তব্ধ,
বিঁধল বুকে নৈঃশব্দ্যের তির।
শূন্য হাত; বিষণ্ন রাত;
খেই হারালাম মিথ্যে অনুরাগে,
যখন তুমি মিলিয়ে গেলে সন্ধে নামার আগে।