অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের অনুরোধের সঙ্গে মিল রেখেই বাংলাদেশী পণ্যে বাড়তি শুল্কারোপের সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই সুযোগ মোট ৭৫টি দেশকে দেয়া হয়েছে। এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০ শতাংশ কার্যকর হবে। তবে চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে ১২৫ শতাংশ। স্থানীয় সময় বুধবার এ ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।

 

এদিকে, বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টেও একই কথা জানান ট্রাম্প। তিনি লিখেছেন, ‘চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করছি। এটা অবিলম্বে কার্যকর হবে।’

শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়ায় দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

 

The post বাংলাদেশসহ ৭৫টি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ স্থগিত করেছে ট্রাম্প appeared first on Ctg Times.