নিদারুণ নিঃসঙ্গতায় পথ চলা থেমে যাচ্ছে।
জীবনটা এক চিলতে ব্যালকনিতে থমকেছে
অর্ধেক জীবন পেরিয়ে এসে হিসাব মিলাই
নাগরিক কোলাহলে আমি কোথাও নেই।
স্বপ্নগুলো অবহেলার স্বরলিপিতে আটক
রাস্তায় শেষে দেখি আমি এক নিঃস্ব পথিক।