চৈত্র সংক্রান্তি ১৪৩১ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিভিন্ন বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৩০ চৈত্র ১৪৩১ (রবিবার) এবং ১ বৈশাখ ১৪৩২ (সোমবার) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মাধ্যমে বর্ষবরণ ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হবে।
৩০ চৈত্র ১৪৩১ (রবিবার) অনুষ্ঠানের মধ্যে রয়েছে- বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় মাঠে ঐতিহ্যবাহী বাঙালি খেলা, ঘুড়ি উৎসব এবং আল্পনা উৎসব, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পুতুল নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
০১ বৈশাখ ১৪৩২ (সোমবার) অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- সকাল ৭টা ১৫ মিনিটে বর্ষ আবাহন, সকাল ৯টায় কেন্দ্রীয় মাঠে মেলা উদ্বোধন, সকাল ১০টায় শোভাযাত্রা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও দিনব্যাপী লাঠিখেলা, ম্যাজিক শো, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
The post চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষে খুবিতে দুই দিনব্যাপী বর্ণিল আয়োজন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.