জন্ম থেকেই নেই হাত-পা। তাতে কি ছোটবেলা থেকেই একের পর কৃর্তিত্বের সাক্ষর তো আছে। সেই সব অভিজ্ঞতাকে সঙ্গী করেই এবার এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ করেছেন লিতুন জিরা নামের এক শিক্ষার্থী।
হাত-পা না থাকলেও তিনি হাতের বহু ও মুখের সাহায্যে বিশেষ কায়দায় লিখে এবারের এসএসসিতে অংশ নিয়েছেন তিনি।
মণিরামপুর উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন লিতুন জিরা। উপজেলার নেহালপুর স্কুল… বিস্তারিত