নলছিটিতে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি

নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ঝালকাঠির নলছিটিতে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও তিন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যথাযথ ভাবে দায়িত্ব পালন না করায় তিন জন শিক্ষককে অব্যাহতি দেন কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন ও হদুয়া বৈশাখীয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজন শিক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্র সচিব মো.আব্দুর রব।

বহিষ্কার হওয়া মো.ইয়াসিন হদুয়া মাদরাসার শিক্ষার্থী ও অব্যাহতি পাওয়া ওই তিন শিক্ষক হলেন নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফসানা শারমিন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক জুয়েল রানা ও প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৯ টি পরীক্ষা কেন্দ্র ৩ হাজার ৭৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন যার মধ্যে ৫১ জন অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, আমরা একটি স্বচ্ছ পরীক্ষা সম্পাদনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। একজন শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে। এছাড়া একটি কেন্দ্রে কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী তিন শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদেরকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

The post নলছিটিতে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More From Author

আমতলীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কিশোরী প্রেমিকার অবস্থান

পটুয়াখালীতে চেক ডিজঅনার মামলায় সাবেক চিফ হুইপের ভাইয়ের কারাদণ্ড-জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *