
পটুয়াখালী প্রতিনিধি:

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ছোট ভাই এ কে এম ফরিদ মোল্লাকে চেক ডিজঅনার মাওলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পটুয়াখালীর যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, জেলার প্রথম শ্রেণির ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্সের’ স্বত্বাধিকারী এ টি এম মোকাম্মেল হোসেনের সঙ্গে ফরিদ মোল্লার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে মোকাম্মেলের কাছ থেকে এক কোটি ৮০ লাখ টাকা ধার নেন ফরিদ।
পরে ২০১৯ সালের ২২ ডিসেম্বর ফরিদ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে মোকাম্মেল হোসেনকে এক কোটি ৮০ লাখ টাকার চেক দেন। পরদিন ব্যাংকে চেকটি জমা দিলে সেটি প্রত্যাখান হয়। এরপর ২০২০ সালের ৯ জানুয়ারি ফরিদকে একটি লিগ্যাল নোটিশ পাঠায় মোকাম্মেল হোসেন। পরে তিনি আদালতে মামলা করেন।
বাদীপক্ষ অভিযোগ করেন, আসামির ভাই তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হওয়ায় মামলাটি প্রভাবিত করার একাধিক চেষ্টা হয়েছিল। তবে আদালত সব দিক বিবেচনায় মামলার রায় দিয়েছেন। মামলার বাদী ব্যবসায়ী মোকাম্মেল হোসেন বলেন, অনেক চাপের মধ্যে ছিলাম। তবে আজ ন্যায়বিচার পেয়েছি।
The post পটুয়াখালীতে চেক ডিজঅনার মামলায় সাবেক চিফ হুইপের ভাইয়ের কারাদণ্ড-জরিমানা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.