
চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে আসন্ন সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। মূলত গোড়ালির ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। এবার জানা গেল, ইনজুরির সমস্যা কাটিয়ে উঠতে দেশের বাইরে যেতে পারেন টাইগার স্পিডস্টার।
বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘পরামর্শের জন্য হয়তো বাইরে পাঠানো হতে পারে। তাসকিনের ট্রিটমেন্ট চলছে, তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না এ ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন এই আলোচনা করে যদি একটা ভালো কিছু হয় তাহলেতো ভালো। এখন যদি ওরা (বাইরের ডাক্তার) বলে যে তারা দেখতে চায়, তাহলে যেতে হবে বাইরে।’
ইনজুরিতে পড়ার আগে তাসকিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছিলেন। সম্প্রতি তার বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে। যে কারণে বেশিরভাগ ম্যাচেই ব্যথা নিয়ে খেলতে হয়েছে তাকে। তাসকিনের সমস্যা বাড়তে থাকায় বিকল্প ভাবতে শুরু করেছে বিসিবির মেডিকেল বিভাগ।
দেবাশীষ আরও জানিয়েছেন তাসকিনের গোড়ালির এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি মিলবে না। তিনি বলছিলেন, ‘এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে, এটাকে ম্যানেজ করে খেলতে হবে। ওর ব্যথাটা আসলে যাওয়া আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’
তাসকিনের কাঁধের উদাহরণ টেনে পরে দেবাশীষ বলছিলেন, ‘ওর শোল্ডারে তো সমস্যা আছে, সেটা ম্যানেজ করেই খেলে। যখন এটার জন্য সে ইংল্যান্ডে গিয়েছিল তখন বলেছিল অপারেশন করতে। আমরা তো অপারেশন করাইনি, রিহ্যাব করিয়ে বিভিন্ন পদ্ধতিতে ওকে আমরা খেলিয়েছি। ম্যানেজ করতে হচ্ছে আর কি।’
গোড়ালির ইনজুরি নিয়ে দেবাশীষ আরও বললেন, ‘এখন এই গোড়ালির অপারেশন করলে জিনিসটা আনসারটেন হয়ে থাকে, আদৌ খেলতে পারবে কি না সেটা বলা কঠিন। এজন্য অপারেশন জিনিসটা যত দেরিতে করা যায়, আর না করলে তো আরও ভালো।’
জাতীয় দলে তিন ফরম্যাটেই অপরিহার্য ক্রিকেটার তাসকিন। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে গুরুত্ব বিবেচনা করেই খেলায় টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয়, বিসিবি শেষ পর্যন্ত তাসকিনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় কিনা এবং এই চোট কতটা প্রভাব ফেলতে পারে তার ভবিষ্যৎ পারফরম্যান্সে।
The post গুরুতর ইনজুরিতে তাসকিন, চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে appeared first on Bangladesher Khela.