পুরাতন দিনের জীর্ণতাকে সরাইয়া নূতনত্বের আলোয় উদ্ভাসিত হইবার বাসনা আমাদের সকলের। হাজার বৎসর পূর্বের মানুষও পরিবর্তনের স্বপ্ন দেখিয়াছিল। তাহারা হয়তো চাহিয়াছিল ক্ষুধামুক্ত একটি সমাজ, চাহিয়াছিল প্রকৃতির রহস্য ভেদ করিয়া নিরাপদ আশ্রয়। পরিবর্তন আসিয়াছেও বটে। পাথরের যুগ পার করিয়া মানুষ ধাতুর ব্যবহার শিখিয়াছে, চাকা আবিষ্কার করিয়াছে, জ্ঞানের অন্বেষণে দিগ্বিদিক ছুটিয়া গিয়াছে। চাকার আবিষ্কার, লিপির ব্যবহার… বিস্তারিত