মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র ও বরকত ময় দিন। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় এই দিনের গুরুত্ব ইসলাম ধর্মে অনন্য। এই দিনে মুসলমানরা জুমার নামাজ আদায় করেন, আত্ম শুদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে মাথা নত করেন, গুনাহ মাফের আশায় দোয়া করেন এবং ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও কল্যাণ কামনা করেন। এই পবিত্র জুম্মাবারের উসিলায়, আমি বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জন্য অন্তর থেকে দোয়া করি—মহান আল্লাহ যেন তাঁদের হেফাজত করেন, তাঁদের জীবন শান্তি, নিরাপত্তা ও কল্যাণে ভরিয়ে দেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে যেন আল্লাহর রহমত বর্ষিত হয়। বিশেষ করে বিশ্বের যে সকল প্রান্তে মুসলমানরা নিপীড়নের শিকার, নির্যাতিত ও বঞ্চিত—সেসব জায়গায় যেন শিগগিরই শান্তি ও সুবিচার প্রতিষ্ঠিত হয়। এই দিনে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্যও একটি বিশেষ প্রার্থনা।
আল্লাহ তায়ালা যেন এই দেশের প্রতি সু-নজর দেন। দেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদে, সম্মান ও মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারে—এই কামনা করি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হোক, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠিত হোক, এবং দেশ পরিচালনায় যেন জনকল্যাণ ও ন্যায়ের পথ অনুসরণ করা হয়। এ দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে যেন শান্তি ও স্বস্তির বাতাস বইতে থাকে। সাথে সাথে, সমাজের যেসব শ্রেণি উগ্র মতবাদ ও সন্ত্রাসের পথে চলে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থির করে তুলতে চায়, তাদের জন্যও দোয়া করি। আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, তাদের অন্তরকে সত্য ও শান্তির পথে ফেরত আনেন। আমরা চাই, এ দেশের প্রতিটি মানুষ হোক মানবতা ও সহানুভূতির ধারক ও বাহক। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ হোক, বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে। একটি সমাজ তখনই সামনে এগিয়ে যায়, যখন সেখানে নিরাপত্তা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বিদ্যমান থাকে। আমরা চাই, বাংলাদেশ হোক এমন একটি সমাজের প্রতিচ্ছবি—যেখানে ভিন্ন মতের প্রতি সহনশীলতা, ভালোবাসা, ও আন্তরিকতা প্রতিটি স্তরে প্রতিফলিত হয়। এই পবিত্র জুম্মাবার কেবল আত্ম শুদ্ধির নয়, বরং জাতীয় ভাবে আত্ম বিশ্লেষণেরও দিন। আমরা যেন কেবল মুখে দোয়া না করি, বরং নিজের চরিত্রে, চিন্তায় ও কাজে আল্লাহর পথ অনুসরণ করি। সমাজে যেন আমাদের ভূমিকা হয় ইতিবাচক, দায়িত্বশীল ও গঠনমূলক। পরিশেষে, আল্লাহর দরবারে বিনম্র প্রার্থনা— হে আল্লাহ, আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে হেফাজত করুন। শান্তি দিন, শৃঙ্খলা দিন, হেদায়েত দিন। যেসব অন্তরে রয়েছে হিংসা, বিদ্বেষ ও বিভাজন—সেখানে আপনি ভালবাসা, সহানুভূতি ও সহনশীলতার আলো জ্বালিয়ে দিন।
আমিন। – দোয়া প্রার্থী, শেখ মামুনুর রশীদ মামুন, সাংবাদিক।
The post পবিত্র জুম্মাবার: হেদায়েত, শান্তি ও সমৃদ্ধি কামনায় আমাদের প্রার্থনা আজ শুক্রবার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.