
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিপুল পরিমাণ কোকেন উদ্ধার করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেন হতে প্রায় দেড় কেজি কোকেন উদ্ধার করে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। সে সময় ট্রেনের ঙ নম্বর বগিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা চলা কালে মালিকবিহীন অবস্থায় ১.৬১৫ কেজি কোকেন উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/এনএম
The post ঝিনাইদহে দেড় কেজি কোকেন উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.