গত ২৯ মার্চ রাতে বেরেলির গান্ধী উদ্যানে এক নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পায় পুলিশ। পরদিন ওই নারীর ভাগনি থানায় ধর্ষণের অভিযোগ দেন। ভাগনির দেওয়া তথ্যমতে, তাঁর মাসি শামৌলি বেরেলির ৩০০ শয্যা হাসপাতালের কাছের একটি ওষুধের দোকান থেকে বের হচ্ছিলেন। এ সময় একটা কালো গাড়িতে করে পাঁচজন লোক এসে তাঁকে অপহরণ করে।বিস্তারিত