
কখনো এমন হয়েছে, ত্বকের যত্নে অসাধারণ কিছু উপাদান সবার জন্য ভালো কাজ করলেও আপনার জন্য সেভাবে কাজ করছে না। যেমন ধরুন, আপনি নিজের ত্বকের ধরন অনুযায়ী রেটিনল ব্যবহার করছেন, কিন্তু এরপরও যেন কিছুতেই ভালো ফলাফল পাচ্ছেন না। শুধুই রেটিনল নয়। ত্বক ভালো রাখতে এর সঙ্গে আরও অনেক কিছুই ব্যবহার করছেন, তারপরও ত্বক যেন কোনো কথাই শুনতে চাইছে না। স্কিনকেয়ার মিক্সোলোজি বলছে আমরা এখানেই ভুল করছি।