চীনের ওপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘটনাকে গুন্ডামি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (১১ এপ্রিল) সকালে বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।
এসময় শি জিনপিং বলেন, মার্কিন শুল্ক নিয়ে চীন ভীত নয়। চীন ও ইউরোপের উচিত তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা এবং যৌথভাবে আমেরিকার একতরফা গুন্ডামি প্রতিরোধ করা।
বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, বাণিজ্য নিয়ে উত্তেজনার কারণে বেইজিং-ইইউর সহযোগিতা বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।
উল্লেখ্য, স্পেন প্রতি বছর চীন থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের পণ্য ক্রয় করে।
এদিকে আলাদা এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। চীন এ ধরনের লড়াই চায় না। আর এ নিয়ে আমরা ভীত না।
সম্প্রতি চীন থেকে আমেরিকায় যাওয়া পণ্যে শুল্ক আরও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়, চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এর আগে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে তা আরও ২০ শতাংশ বাড়ানো হয়।
খুলনা গেজেট/জেএম
The post যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে ইইউকে পাশে চায় চীন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.