নগর প্রতিনিধি:

বরিশাল শহরের বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজনের কথা জানিয়েছে উদীচী বরিশাল জেলা সংসদ। সংগঠনটির সভাপতি বিশ্বনাথ দাশ মুন্সি বলেন, ‘আমরা বৈশাখী মেলা করতে চাই এবং সেই প্রস্তুতি নিচ্ছি।’
বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৭ দিনব্যাপী বৈশাখী মেলার পরিকল্পনা রয়েছে আমাদের।’ তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমি কোনো অনুমতি দিচ্ছি না। শহরের নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এদিকে বরিশাল চারুকলা অনুষদের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পুরোদমে চলছে। ঐতিহ্যবাহী মুখোশ, ঘোড়া, হাতি তৈরির কাজ করছেন শিক্ষার্থীরা। আয়োজকরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর উপকরণ ও উপস্থাপনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে।
অন্যদিকে, বৈশাখ ঘিরে বরিশালের ইলিশের বাজারে আগুন। শহরের পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে ক্রেতাদের ভিড় বাড়লেও মাছের দাম আকাশচুম্বী। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৩০০ টাকায়, দেড় কেজির মাছ ৪ হাজার টাকায় এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকায়। ব্যবসায়ীরা জানান, চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। এই সুযোগে কিছু সিন্ডিকেট দাম বাড়িয়ে দিয়েছে। ক্রেতাদের অভিযোগ, ‘পালাপার্বণে বাজার পুরোপুরি সিন্ডিকেটের দখলে চলে যায়।’
The post বরিশালে অনুমতি নেই বৈশাখী মেলার, তবু চলছে প্রস্তুতি appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.