পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বোশকে। পিএসএলের পুরো দশম সংস্করণে খেলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু এই অঙ্গীকার বদলে যায় কদিন পরই। আচমকা আইপিএলের ডাক পেয়ে পিএসএলকে না বলে দেন বোশ। কিছুটা বিপর্যয়ে পড়ে পেশোয়ার। সঙ্গে পিএসএলের ভাবমূর্তিতেও কিছুটা আঘাত পড়ে।

মুম্বাই ইন্ডিয়ানসের আরেক প্রোটিয়ার… বিস্তারিত