নগর প্রতিনিধি:

দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জেলার বাবুগঞ্জ উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

শুক্রবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি মো. জাকির সিকদার জানান, বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

এজাহারে জানা গেছে, গত ১১ আগস্ট পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশির চর গ্রামের সুলতান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ ব্যবসায়ীকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যা করে তৎকালীন উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়েদুল হাসান ও তার সহযোগীরা।

এ ঘটনায় এবায়েদুল হাসান, তার সহযোগী সোহেল ও মিঠুসহ চারজনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর।

মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়েদুল হাসান চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। হত্যার ঘটনার পর গত ২২ আগস্ট অভিযুক্ত যুবদল নেতার সংগঠনিক পদ স্থগিত করে জেলা যুবদলের নেতৃবৃন্দ।

মামলার বাদী বলেন, সরকার পতনের পর এবায়েদুল তার স্বামী মনিরজ্জামান জুয়েলের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন জুয়েলের খোঁজে এবায়েদুলের নেতৃত্বে অভিযুক্তরা বাড়িতে এসে গালিগালাজ করে এবং বাড়ির গেটে লাগানো সিসি ক্যামেরা ভাঙচুর করে। এ সময় তার শ্বশুর (নিহত সুলতান) ঘর থেকে বেরিয়ে গালিগালাজের কারণ জানতে চান। এতে ক্ষুব্ধ হয়ে লোহার সাবল দিয়ে আঘাত করলে সুলতান হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।

The post বরিশালে হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.