
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর আলোড়ন তোলা অভিষেকের পর এবার আরেক প্রবাসী ফুটবলার বাংলাদেশের লাল সবুজ জার্সিতে হয়ে খেলার দ্বারপ্রান্তে। কানাডা জাতীয় দলের হয়ে খেলা মিডফিল্ডার সামিত সোম তার পূর্বপুরুষের দেশ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী জুনেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে তার।
২৭ বছর বয়সী সামিত সোমের জন্ম ও বেড়ে ওঠা কানাডাতেই। তবে তার বাবা-মা দুজনেই বাংলাদেশি। সিলেট অঞ্চলের মানস সোম ও নন্দিতা সোম কানাডায় প্রবাসী হওয়ার পর সেখানেই সামিতের জন্ম। বর্তমানে তিনি কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলছেন।
ফুটবলে সামিতের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন এবং দেশটির বিভিন্ন বয়সভিত্তিক দলেও প্রতিনিধিত্ব করেছেন। ফিফার নিয়ম অনুযায়ী, যেহেতু তিনি কানাডার হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি, তাই তার পক্ষে জাতীয় দল পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলা সম্ভব।
সামিতকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন তার এজেন্ট। তিনি বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যেই তার জন্ম নিবন্ধন পাওয়ার আশা করছি। ওর বাবা-মায়ের বাংলাদেশি পাসপোর্ট ১৯৯৩ সালের পর আর নবায়ন করা হয়নি, তাই সবারই পাসপোর্ট নতুন করে বানাতে হবে। জন্ম নিবন্ধন পাওয়ার পর ওর বাবা-মা এবং ওর নিজের পাসপোর্ট তৈরি করে ফিফার অনুমোদনের জন্য আবেদন করা হবে। ‘ তিনি আরও যোগ করেন, ‘আশা করছি রবি, সোম বা মঙ্গলবারের মধ্যে জন্ম নিবন্ধন পেয়ে যাব। এরপর ও কানাডায় বাংলাদেশের দূতাবাসে যাবে। সব কিছু সম্পন্ন হলে আশা করি সে জুনে যোগ দিতে পারবে।’
১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। যদি সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় এবং ফিফার অনুমোদন মেলে, তবে সেই ম্যাচেই হামজা চৌধুরীর পাশাপাশি সামিত সোমের মতো আরেক প্রতিভাবান মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে।
The post এবার কানাডা প্রবাসী ফুটবলার খেলবে বাংলাদেশের হয়ে appeared first on Bangladesher Khela.