
দেশের ফুটবলের বিকাশে খুব শিগগিরই ৬৪ জেলা নিয়ে একটি বৃহৎ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ক্রীড়া উপদেষ্টা বলেন, জেলা ফুটবল আয়োজনের জন্য বাফুফেকে ডিজাইন করতে বলা হয়েছে। বাফুফে দ্রুতই সেটি আমাদের দেবে। আগামী দুই-তিন মাসের মধ্যেই ৬৪ জেলা নিয়ে আমরা জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, বিএসপিএকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এমন একটা আয়োজনের জন্য। এটা সবার মধ্যে স্বপ্নের ও আশার সঞ্চার করবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্রীড়া ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রের পুনর্গঠন ও সংস্কার নিয়ে আমরা কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ক্রীড়া বাজেটের স্বল্পতা রয়েছে, তাই আমরা সরকারকে অনুরোধ করেছি ক্রীড়াক্ষেত্রে আরও প্রণোদনা দেয়ার।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্রীড়াবিদদের সম্মানিত করা হয়। ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। দর্শকদের ভোটে সবচেয়ে জনপ্রিয় অ্যাথলেট হয়েছেন নারী ফুটবল দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা।
The post ৬৪ জেলা নিয়ে ফুটবল টুর্নামেন্টের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার appeared first on Bangladesher Khela.