ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন বিএনপি নেতারা। এ সময় তারা পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এই পরীক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ প্রদান করেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ঈশ্বরগঞ্জ উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে এই সামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসাবে পরীক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- একটি প্লাস্টিক ফাইল, কলম, পেনসিল, স্কেল, রাবার ও শার্পনার। এ সময় পরীক্ষার্থীরা বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে দোয়া কামনা করেন। এতে অভিভাবক মহলেও প্রশংসা কুড়িয়েছে বিএনপি।

জানা যায়, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সফলতা কামনা করে ময়মনসিংহে সাড়ে ৯ হাজার পরীক্ষা উপকরণ উপহার হিসাবে বিতরণ করা হয়েছে। এর মধ্যে জেলার হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার ৪ হাজার পরীক্ষার্থীর মধ্যে এই উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় হালুয়াঘাট সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয় ও মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের বিশ্রামের জন্য নিজের পক্ষ থেকে অভিভাবক ছাউনিও উদ্বোধন করেন বিএনপি নেতা প্রিন্স। এতে উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, পৌর ছাত্রদলের আহবায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবির হোসেন অন্তর উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ৫ হাজার ৫ শত পরীক্ষার্থীর হাতে পরীক্ষার উপকরণ সামগ্রী তুলে দিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ’সহ দলীয় নেতাকর্মীরা।

এই বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শিক্ষিত জাতী গঠনে বিএনপি প্রতিষ্ঠাকাল থেকেই কাজ করে যাচ্ছে। এই উপহার সামগ্রী বিতরণের মধ্য শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছে বিএনপি।

The post এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিল বিএনপি appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.