আটক যুবক কারাগারে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত এবং ভিডিও ধারনের অভিযোগের ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে নগরের মতিহার থানায় ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি করেছেন। এ ঘটনায় আটক একজনকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক।  ওসি বলেন, গতকাল দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় আটক দুইজনের মধ্যে ভিডিও ধারণকারীকে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যজনের কোনো অপরাধ না থাকায় তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। আটক নাজমুস সাকিবকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি রাজশাহীর বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া আটক শাহমখ্দুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসানকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে মামলার এজাহারে ওই ছাত্রী উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে পায়ে হেঁটে যাওয়ার পথে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুস সাকিব পেছন থেকে তাঁর ভিডিও করেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের দিকে সাকিব তাঁর জন্য খারাপ উদ্দেশ্য নিয়ে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে রাস্তার অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী তাঁকে বিষয়টি অবগত করেন। সিনেট ভবনের সামনে সাকিবের ফোনটি চেক করে জানতে পারেন, তাঁর হেঁটে যাওয়ার পিছন দিকের ১৯ (উনিশ) সেকেন্ডের ভিডিও ধারণ করেছে। ভিডিও ধারণের কারণ জানতে চাইলে সাকিব বলেন, ‘আপনাকে ভালো লেগেছে তাই ভিডিও করেছি।’ সেই সঙ্গে তাঁকে দেখে বিভিন্ন ধরনের খারাপ অঙ্গভঙ্গি করে।

The post রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় মামলা appeared first on সোনালী সংবাদ.