
সোনালী ডেস্ক: হোমিওপ্যাথিক দিবস এবং হোমিওপ্যাথির জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্ম দিবস উপলক্ষে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকার পুরনো পল্টন গ্র্যান্ড আজাদ সেন্টারে ইনো হেলথ অ্যান্ড হোমিও ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতি: সচিব এ কে এম সোহেল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিঃ সচিব গোলাম কবির। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. রাশিদুল হক, ডা. আরিফুর রহমান মোল্লা, ডা. নাজমুল হাসান জামসন, ডা. শাহীন মাহমুদ।
এ সময় রাজশাহী নগরীর কাদিরগঞ্জের সরকার হোমিও ফার্মেসীর বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আলতাব হোসেন নিউমোনিয়া বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. এম এ কাদের।
The post হোমিওপ্যাথিক দিবসে সাইন্টিফিক সেমিনার appeared first on সোনালী সংবাদ.