
যশোরের বাঘারপাড়া বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী আব্দুল আলীম শুক্রবার জুম্মার নামাজের সময় দোকানে তালা দিয়ে মসজিদে যান। কিন্তু ফিরে এসে তালা খুলে ভেতরে ঢুকে দেখেন ড্রয়ার ভাঙা, নেই আট লাখ টাকা।
উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে জেলা পরিষদ মার্কেটের হালিমা টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক আব্দুল আলিম বলেন, দোকান বন্ধ করে শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়তে যাই। ফিরে এসে দোকান খুলে দেখি উপর থেকে টিনের ছাউনি কাটা। ড্রয়ারের ভিতরে কোন টাকা নেই। টিন কেটে ভেতরে ঢুকে ড্রয়ার ভেঙে নগদ আট লাখ টাকা নিয়ে গেছে চোর। তিনি আরও জানান, সিসি ক্যামেরায় চুরি করতে একজন ব্যক্তিকে দেখা গেছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, চুরির বিষয় পুলিশ মাঠে কাজ করছে। চোর শনাক্ত হয়েছে, ধরা পড়বে।
খুলনা গেজেট/ টিএ
The post নামাজ শেষে ফিরে দেখেন দোকানের আট লাখ টাকা গায়েব appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.