
কারাভোগের পর কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার। উচ্চ আদালতের নির্দেশে বুধবার (৯ এপ্রিল) তাদের বিয়ে হয় কারাগারে। বরের নাম শিমুল, আর কনে মিতা। ঘটনাটি ঘটেছে সিলেটে।
ব্যতিক্রম এই বিয়েটি পড়ান কাজি সজিব আহমেদ তালুকদার। বিয়ের কাজি জানান, শিমুলের সাথে মিতার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্ক চলাকালীন একপর্যায়ে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিমুলকে নানাভাবে বিয়ের জন্য… বিস্তারিত