
চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাজির দেউড়িতে আর একে সিরামিকস এর ফ্লাগশিপ শোরুম উদ্বোধন করা হয়।
নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামের নতুন ভাবে যাত্রা শুরু করলো দেশের একমাত্র মাল্টিন্যাশনাল ব্রান্ড RAK Ceramics।
বিশ্ব মানের প্রিমিয়াম ৬০ × ১২০ সেঃ মিঃ স্ল্যাব কালেকশন, ৮০×৮০ সেঃ মিঃ ডাবল চার্জ, ৩০×৯০ সেঃ মিঃ প্রমিজা টাইলস এবং আরএকে সেনসেশন টাচলেস,আর একে ক্লাউড ব্যাক টু ওয়াল এবং আরএকে হারমানি ওয়াল হাং স্যানিটারি ওয়্যার এর এক অসাধারণ সমাহার নিয়ে ও পরিবর্তনশীল গ্রাহকদেরকে চাহিদার প্রেক্ষিতে প্রস্তুত করা হয়েছে কাজির দেউড়ির এই ফ্ল্যাগশিপ শোরুম
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মানিত সি ইও জনাব সাধন কুমার দে, ইন্ডিপেডেন্ট ডিরেক্টর মোহাম্মদ শফিউল আযম,কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ শামসুল আরেফিন, জেনারেল ম্যানেজার মো: মাহাবুবুল হক, ডিজিএম, মার্কেটিং এন্ড কমিউনিকেশন, জনাব এস এম আরাফাতুর রহমান, এবং এজিএম, সেলস এন্ড মার্কেটিং জনাব হাসান তারিক।
টেকসই গুণগতমান বিলাসিতার ছোয়া ও অত্যাধুনিক ডিজাইনে অভিজ্ঞতায় RAK Ceramics অনন্য। এই অভিজ্ঞতা নিতে চট্টগ্রামের সম্মানিত অনেক গ্রাহক ডিলার শুভানুধ্যায়ী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
The post RAK Ceramics এখন চট্টগ্রামের কাজীর দেউড়িতে appeared first on Ctg Times.