নতুন ভোরে ফুটবে নব আলো
সবার হাতে রবে কাজ,
পরিশ্রম হবে নব পরিচয়
এই প্রত্যয়ে জ্বলুক আলো আজ।
এসো, এসো রাখি হাতে হাত,
গড়ি তিন শূন্যের বাংলাদেশ।
স্বপ্ন, স্বাদ আর আহ্লাদ মিলে
আলোক ধারায় মহা আদেশ!

সকল সংবাদের সমাহর
নতুন ভোরে ফুটবে নব আলো
সবার হাতে রবে কাজ,
পরিশ্রম হবে নব পরিচয়
এই প্রত্যয়ে জ্বলুক আলো আজ।
এসো, এসো রাখি হাতে হাত,
গড়ি তিন শূন্যের বাংলাদেশ।
স্বপ্ন, স্বাদ আর আহ্লাদ মিলে
আলোক ধারায় মহা আদেশ!