
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলা বাজার (কেটলা) বণিক সমিতির উদ্যোগে ফিলিস্তিনের গাজায় দখলদার ইজরায়েলি বাহিনীর বর্বর, নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় বিক্ষোভ মিছিলটি কোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পাটগাতী ও কোলা বাজার হয়ে কেটলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা বেলাল হোসেন, মোল্যাডাঙ্গা আজিজুল উলুম শাহনুরিয়া মাদ্রাসা মুহতামিম হযরত মাওলানা আব্দুল কাদের, নয়া বারাসাত কাশেফুল উলুম মাদ্রাসার মুহতামিম, মধুপুর ইউনিয়ন বিএনপি ও তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ শহিদুল ইসলাম, কোলা বাজার (কেটলা) বণিক সমিতির সভাপতি মোঃ জহিরুল আলম, সাধারন সম্পাদক ইমদাদুল শেখ, কোষাধ্যক্ষ ও দিঘলিয়া প্রেসক্লাবের সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুল ইসলাম, ইমাম মোঃ এনামুল হক প্রমুখ।
খুলনা গেজেট/এনএম
The post ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে দিঘলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.