
চুলে রঙ করা এখন বেশ জনপ্রিয় ট্রেন্ড। তবে রঙিন এই ফ্যাশনের পেছনে রয়েছে কত বিপদ তা অনেকেই জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, ‘চুলের রঙে থাকা কিছু রাসায়নিক উপাদান ত্বকে অ্যালার্জি, দাগ বা এমনকি দীর্ঘমেয়াদি রোগের কারণও হতে পারে। কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, চুলে রঙ করার আগে জানা জরুরি এর সম্ভাব্য ঝুঁকিও।
যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রোকসানা খানম জানান, ‘বাজারে চুলের রঙ দুই ধরনের। একটি অক্সিডেটিভ… বিস্তারিত