
ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল ও রবীন্দ্রসংগীতে তালিম নেয়া বিপ্রার চর্চা রয়েছে নজরুল সংগীতেও। তবে নিজের প্রথম গান প্রকাশের ক্ষেত্রে বিপ্রা বেছে নিয়েছেন আধুনিক গান। সম্প্রতি প্রকাশ হলো তার প্রথম গান ‘পাবে না আমাকে’। যা থেকে মিলছে বেশ প্রশংসাও।
মিজানুর রাফির কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। ভিডিওতে দেখা গেছে শিল্পীকেই। গানটি প্রকাশ হয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেলে।… বিস্তারিত