কাসেদের অপেক্ষায় না থেকে জাহানারা যখন সে তার শিক্ষকের সঙ্গে প্রণয়ের সম্পর্কে, এটা জানার পর কাসেদ মানসিকভাবে ভেঙে পড়ে অনেক। পরে সে শিউলির মাঝে জাহানারাকে আবিষ্কার করতে গিয়ে বারবার ব্যর্থ হয়। কাসেদের মায়ের মৃত্যুর আগে নাহারের বিয়ে ঠিক করেছিলেন তিনি। তবে কাসেদ তার মা চলে যাওয়ার পর খুব একা হয়ে পড়ে।