
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবর্তনের দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছে। তবে ফ্যাক্টচেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ জানাচ্ছে, ছবিটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি।
গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার হৃদয়ে রিং পরান। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং উন্নত চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল সিঙ্গাপুর গেছেন। সেখান থেকে ১১ এপ্রিল স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন তামিম।
তবে এই সময়েই একটি এআই নির্মিত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় এটি নাকি হার্ট অ্যাটাক পরবর্তী তামিম ইকবালের ছবি এবং তার পরিবর্তন এখনই দরকার। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটির নিচে ‘গ্রোক’ নামের জলছাপ রয়েছে। মূলত ‘গ্রোক’ হলো ইলন মাস্কের প্রতিষ্ঠিত xAI-এর তৈরি একটি জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম, যা ছবি ও কনটেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়।
আরও যাচাই করতে কনটেন্ট অ্যানালাইসিস প্ল্যাটফর্ম হাইভ মডারেশন (Hive Moderation) ব্যবহার করা হলে দেখা যায়, ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ। পাশাপাশি ছবিটির রিভার্স ইমেজ সার্চ করেও মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র থেকে এই ছবির সত্যতা পাওয়া যায়নি।
এর আগেও গত মার্চ মাসে তামিম ইকবালকে নিয়ে এআই-নির্ভর একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়, যেগুলোর সঙ্গেও সাম্প্রতিক এই ছবিটির মিল রয়েছে।
এদিকে শনিবার (১২ এপ্রিল) সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন তামিম ইকবাল। তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার আকরাম খান সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরে গিয়ে ওর চেকআপ করা হয়েছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।
The post তামিম ইকবালের পরিবর্তনের দাবিতে বিভ্রান্তিকর প্রচার appeared first on Bangladesher Khela.