
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার কথা থাকলেও ইনজুরির কারণে একটি ম্যাচও না খেলেই দেশে ফিরতে হচ্ছে তাকে। অনুশীলনের সময় আঙুলে চোট পেয়ে স্ক্যানে ধরা পড়ে হেয়ারলাইন ফ্র্যাকচার। চিকিৎসকদের মতে, চোট সারাতে লিটনের অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
এদিকে এই অনাকাঙ্ক্ষিত ইনজুরির ফলে করাচি কিংস দ্রুত তার পরিবর্তে অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে। বিষয়টি করাচি কিংসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ২৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ম্যাকডারমট ১৮ গড় এবং ৯৯.৭০ স্ট্রাইক রেটে ৩৪২ রান করেছেন। তিনি এর আগে দক্ষিণ আফ্রিকার এসএটি টোয়েন্টি ও শ্রীলঙ্কার এলপিএলের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
লিটন দাস তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে করাচি কিংসের প্রতি শুভকামনা জানিয়ে লেখেন, করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি খুব মুখিয়ে ছিলাম। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা ভিন্নরকম। প্র্যাকটিসের সময় আঙুলে চোট পাই। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে, যেটা সারতে অন্তত ২ সপ্তাহ লাগবে। তাই দুঃখজনকভাবে আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি দেশে ফিরে আসছি এবং আপনাদের দোয়া ও ভালোবাসা চাচ্ছি যাতে দ্রুত সেরে উঠতে পারি। আমার দল করাচি কিংসের জন্য অনেক শুভকামনা রইল।
উল্লেখ্য, সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর পুরো পিএসএল মৌসুমের জন্য লিটন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে প্রথমবারের মতো পিএসএলে খেলার স্বপ্ন পূরণ হলো না তার।
The post লিটনের পরিবর্তে যাকে দলে নিল করাচি appeared first on Bangladesher Khela.