
চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চলতি মাসেই শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটিকে সামনে রেখে সিলেটে শুরু হচ্ছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প।
রোববার (১৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ক্যাম্পে যোগ দিতে শনিবার (১২ এপ্রিল) প্রথম ধাপে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলের কোচিং স্টাফ এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শনিবারের শেষ রাউন্ডে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা। বাকি ক্রিকেটাররা আগামীকাল রোববার দ্বিতীয় ধাপে ক্যাম্পে যোগ দেবেন।
প্রথমে ১২ এপ্রিল থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও ডিপিএলের ব্যস্ততার কারণে তা একদিন পিছিয়ে দেয়া হয়। খেলোয়াড়রা ম্যাচ শেষ করেই সিলেটের বিমানে উঠেছেন বলে জানা গেছে।
অন্যদিকে সফরকারী জিম্বাবুয়ে দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রাচার্ড এনগারভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজোয়া টিসিগা ও নিকোলাস ওয়েলচ।
The post জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প সিলেটে শান্ত-সিমন্সরা appeared first on Bangladesher Khela.