প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১০:৫৮ পি.এম
ট্রেনের তেল চুরির অভিযোগে মুরাদ গ্রেফতার
মোহাম্মদ আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন থেকে তেল চুরির অভিযোগে মুরাদ মিয়া (২৮) নামে এক চোরকে গ্রেফতার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাতে রেল পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
আখাউড়া রেলওয়ে পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এরশাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার রাতে চট্টগ্রাম টু ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে ২১০ লিটার তেল উদ্ধার করেন আখাউড়া রেলওয়ে পুলিশ। এ ঘটনায় দুইজন ট্রেনের ড্রাইভার ট্রেনঘাট ও গ্রেফতারকৃত মুরাদ মিয়া সহ ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে মামলার এজাহারভুক্ত আসামি মুরাদ মিয়াকে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
আজ শনিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে বলে রেলওয়ে পুলিশ সুপার নিশ্চিত করেছেন। তিনি আরো জানান বাকি চোরদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024