
এখন থেকে তেরখাদা বাজারের খাজনা বাবদ কোনো টাকা দিতে হবেনা উপজেলার মানুষকে। শনিবার (১২ এপ্রিল) কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল তার ব্যক্তিগত তহবিল থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে হাট-বাজারকে খাজনা মুক্ত ঘোষণা দিয়েছেন। এ কারণে খুশি উপজেলার মানুষ।
একাধিক সূত্র জানায়, কেবল ঘোষণাই নয়, ইতোমধ্যে ইজারার টাকা সরকারি কোষাগারে পরিশোধ করেছেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা।
এ বিষয়ে আজিজুল বারি হেলাল বলেন, পত্রপত্রিকা খুললেই হাট-ঘাট-বাজার ইজারার নামে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়, চাঁদাবাজির খবর পাওয়া যায়। এটা না দিলে সাধারণ মানুষকে হয়রানি করা হয়। তেরখাদা উপজেলার মানুষকে এই নির্যাতন ও চাঁদাবাজি থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে উপজেলার তেরখাদা বাজার জনসাধারণের জন্য সরকারি রাজস্ব পরিশোধ করে উন্মুক্ত করে দিয়েছি।
খুলনা গেজেট/ টিএ
The post তেরখাদার হাট-বাজারের খাজনা পরিশোধ করলেন বিএনপি নেতা হেলাল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.