
দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বছর ঘুরে ষড়ঋতুর বাংলাদেশে আসছে বাংলা নববর্ষ। পুরনোকে বিদায় করে আসছে নতুন বছর। একদিন পরেই বাঙালির প্রাণের উৎসব। প্রতিবছর বৈশাখ মাসের প্রথম দিনে নানা আয়োজনে বরণ করা হয় সর্বজনীন এই উৎসবটি।
বাংলা নববর্ষ উদযাপিত হয় উৎসবমুখর পরিবেশে। নববর্ষ উদযাপন বাঙালি সংস্কৃতির বিশেষ অনুষঙ্গ হয়েছে। দিনটি উদযাপনের জন্য সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন-সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করে।
পুরোনোকে বিদায় জানিয়ে, নতুন বছর বরণে রাজধানীতে হবে শোভাযাত্রা। এতে ফ্যাসিবাদ বিরোধী ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিফ থাকবে।
এদিকে, বৈশাখ উদযাপনকে রঙিন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। পহেলা বৈশাখ উৎসবের রূপ ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিফ আর বিশাল আকৃতির কাঠামো।
শিক্ষার্থীরাই বানাচ্ছেন রাজা-রানীর বিশাল মুখোশ, পেঁচা, জাতীয় পশু বাঘ, ইলিশ মাছ, পাখি ও ফুলের রঙিন অবয়ব। এসব কাজে ব্যবহার হচ্ছে বাঁশ-কাঠ এবং কাগজ। এর মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি তুলে ধরা হবে গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতি। উঠে আসবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবিও।
শুধু ঢাকাতেই নয় সারাদেশেই রয়েছে নানা ধরনের আয়োজন। অনেকস্থানেই রয়েছে মেলা। এসব আয়োজনে অংশ নিবে সমাজের সর্বস্তরের মানুষ।
The post আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ appeared first on Ctg Times.