পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি দল মুলতান সুলতানস। ইসরায়েলের আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুদের জন্য ছক্কা-উইকেটের ভিত্তিতে অনুদান দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৪৩ হাজার টাকা)।
শনিবার (১২ এপ্রিল) করাচি কিংসের বিপক্ষে পিএসএলের প্রথম ম্যাচে এই উদ্যোগের ঘোষণা দেন মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টসের সময় তিনি বলেন, ‘মুলতান সুলতানসের পক্ষ থেকে আমি একটি ঘোষণা দিচ্ছি, আমাদের ক্রিকেটারদের মারা প্রতিটি চার, ছয় কিংবা উইকেট শিকারের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের জন্য কিছু বরাদ্দ করতে চাই।’
পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজির মালিক আলি তারিন নিশ্চিত করেন, প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ১ লাখ রুপি বরাদ্দ দেয়া হবে এবং এই অর্থ ফিলিস্তিনে মানবিক সহায়তায়, বিশেষ করে শিশুদের জন্য ব্যবহৃত হবে।
করাচির বিপক্ষে প্রথম ম্যাচেই মুলতানের ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন ৭টি ছক্কা এবং বোলাররা নিয়েছেন ৬টি উইকেট। সে হিসেবে প্রথম ম্যাচ থেকেই পাওয়া যায় মোট ১৩ লাখ রুপি (বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৬ লাখ টাকা) গাজার জন্য অনুদান ঘোষণা করেছে দলটি।
তবে মাঠের লড়াইয়ে জয় পায়নি রিজওয়ানরা। অধিনায়কের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৩৪ রানের বিশাল স্কোর গড়ে মুলতান সুলতানস। কিন্তু করাচি কিংসের জেমস ভিন্সের সেঞ্চুরিতে ভর করে প্রতিপক্ষ ৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয়।
উল্লেখ্য, চলমান গাজা সংকটে গত ১৫ দিনে প্রাণ হারিয়েছেন দুই হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে মুলতান সুলতানসের এমন সহানুভূতিশীল পদক্ষেপ ক্রীড়াজগতে দৃষ্টান্ত স্থাপন করেছে।
খুলনা গেজেট/জেএম
The post প্রতি ছক্কা–উইকেটে ১ লাখ রুপি গাজায় অনুদানের ঘোষণা মুলতান সুলতানসের appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024