তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:
গত ২৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে তজুমদ্দিনে চরমোজাম্মেলে কৃষকের আতংক বøগ লিডার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে তজুমদ্দিন উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেন।
বুধবার বিকাল ৩টায় তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, গত ৫ আগষ্টে ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচারের পতনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমের নির্দেশনায় তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মিরা মানুষের জান মালের নিরাপত্তা দিয়ে আসছেন। কিছু কুচক্রি মহল দলীয় নেতাকর্মিদের ভাবমুর্তি নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, যুবদল নেতা শাহাজান ও মৎস্যজীবি দলের নেতা কামাল উদ্দিনকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে। প্রকৃত পক্ষে চর মোজাম্মেলে এখন পর্যন্ত বিএনপি কোন বøগ লিডার দেয়নি।
চর পূর্বে যে অবস্থায় ছিলো এখনো সেই অবস্থায় আছে। আ’লীগ আমলের কিছু নেতারা নিজেদের অপকর্ম ধামাচাঁপা দিতে কেউ কেউ গা ঢাকা দিয়ে আত্মগোপনে গিয়ে বিভিন্ন সংবাদ কর্মিদের কাছে মিথ্যা ও কাল্পনিক কাহিনী সাজিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করান।
তিনি আরো বলেন, সংবাদটি প্রকাশিত হওয়ার পর আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদের নির্দেশে ঘটনাটি যাচাই বাচাই করতে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দুইবার চরে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে কোন সত্যতা পাইনি।
যে সব কুচক্রি মহল এসব কাল্পনিক ঘটনা ঘটাচ্ছেন তারা সাবধান হয়ে জান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
The post অপ-প্রচারের প্রতিবাদে তজুমদ্দিন বিএনপির সংবাদ সম্মেলন appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024