বাঁশির গ্রাম শ্রীমদ্দি। হোমনা উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান। সারা বছরই এখানকার কারিগরেরা বাঁশি তৈরি করেন। তবে তাদের বিক্রির প্রধান লক্ষ্য থাকে বাংলা নববর্ষকে ঘিরে। বৈশাখ এলেই শ্রীমদ্দি গ্রামের কারুশিল্পীদের মুখে হাসি ফুটে।
বাঁশির কারিগরেরা জানান, মহামারি করোনা এবং এরপর নববর্ষে রোজা থাকায় গত কয়েক মৌসুমে তাদের সময় ভালো যায়নি। এতে অভাব অনটনে থেকে অনেকেই এই পেশা ছেড়ে… বিস্তারিত