
১৯৮৩ সাল থেকে চলে এসেছে যে রীতি, সেটা মাঝে শুধু একবারই থেমেছিল ২০২০ সালে। করোনা মহামারির দাপটের কাছে সেবার হার মেনেছিলেন বিপ্লবী গণসংগীতশিল্পী ফকির আলমগীর ও তার দল ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’। প্রতিবারের মতো সেবার শিশুপার্কের সামনে মঞ্চ সাজিয়ে বাবরি চুল ঝাঁকিয়ে বিপ্লবী গান শোনাতে পারেননি এই কণ্ঠসৈনিক।
পরের বছর (২০২১), সেই করোনা ভাইরাসের কাছে জীবনটাই তুলে দিয়ে পরপারে পাড়ি জমিয়েছিলেন কিংবদন্তি ফকির… বিস্তারিত