
গান লিখলেই তো আর তার মুক্তি মেলে না। তার জন্য পার করতে হয় গুরুত্বপূর্ণ জটিল একটা সময়। প্রথমে সুর, তারপর কণ্ঠ রেকর্ড, পরে সংগীত, মিক্স-মাস্টার এবং ভিডিও শুটিং, সম্পাদনা আরও কতো ধাপ কিংবা জটিলতা পার করতে হয়। তারপর মেলে মুক্তি।
তেমনই এক দীর্ঘ ধাপ অতিক্রম করে বৈশাখী উৎসবে প্রকাশ হলো নকশীকাঁথা ব্যান্ডের নতুন গান ‘জরিনা’। গান লেখা থেকে মুক্তির এই পথ পরিক্রময় সময় লেগেছে ২০টি বছর। জানালেন গানটির… বিস্তারিত