
অনলাইন ডেস্ক : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার রোববার এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান। খবর রয়টার্সের।
কোবজার বলেন, ‘এই পবিত্র পাম সানডের দিনে আমাদের শহর এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। শত্রুরা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দুঃখজনকভাবে এতে ইতোমধ্যেই ২১ জনের মৃত্যু হয়েছে’।
অন্যদিকে সুমি প্রদেশের গভর্নর ভলোদিমির আরতিউখ জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো জানান, রোববারের এই হামলায় স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ২১ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন। যাদের মধ্যে সাতজনই শিশু।
পরে এক্সে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং সব ধরনের জরুরি পরিষেবা কাজ করছে’।
তিনি আরও বলেন, ‘বিশ্বকে শক্তভাবে এর প্রতিক্রিয়া জানাতে হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যারা এই যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে চায়, সবার এখন দায়িত্ব রয়েছে’।
পাশাপাশি জেলেনস্কি আবারও দাবি করে বলেন, মস্কো ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধ দীর্ঘায়িত করছে। তার ভাষায়, ‘রাশিয়ার ওপর চাপ বাড়ানো ছাড়া শান্তি সম্ভব নয়। আলোচনায় কখনোই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বোমা থেমে থাকে না’।
একইসঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা এক এক্স বার্তায় বলেন, রাশিয়া টানা দ্বিতীয় মাসের মতো যুক্তরাষ্ট্রের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যদিও ইউক্রেন গত ১১ মার্চ তা নিঃশর্তভাবে গ্রহণ করেছিল।
তিনি বলেন, ‘এর পরিবর্তে রাশিয়া তাদের সন্ত্রাস বাড়াচ্ছে। আমরা আমাদের মিত্রদের কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সহায়তা ও মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানাচ্ছি’।
তবে রাশিয়ার পক্ষ থেকে এই হামলা বা ইউক্রেনের অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি।
The post ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২১, ক্ষুব্ধ জেলেনস্কি appeared first on সোনালী সংবাদ.