
দুই সপ্তাহ আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ফিরে আসার দৌড়ে বেশ শক্ত অবস্থানে ছিল শেফিল্ড ইউনাইটেড। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটেছে দলটির। টানা তিন ম্যাচে হারের মুখ দেখায় প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্নে কিছুটা হলেও মেঘ জমেছে। আর এই পরিস্থিতি ক্লাবটিতে ধারে খেলতে আসা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর জন্যও তৈরি করেছে এক অনিশ্চিত ভবিষ্যৎ।
শনিবার (১২ এপ্রিল) প্লিমাউথ আরগাইলের বিপক্ষে তাদের ঘরের মাঠ হোম পার্ক স্টেডিয়ামে খেলতে নেমেছিল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের শুরুটা দারুণ হয়েছিল হামজাদের। জেসেরুন রাক-সাকির গোলে শুরুতেই এগিয়ে যায় শেফিল্ড। কিন্তু এই লিড ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের শেষ দিকে মোহাম্মদ তিজানি (৮১ মিনিটে) ও রায়ান হার্ডির (৮৮ মিনিটে) গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক প্লিমাউথ।
এই হারের ফলে টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল শেফিল্ড। প্লিমাউথের কাছে হারের আগে তারা অক্সফোর্ড ইউনাইটেড ও মিলওয়ালের বিপক্ষেও ১-০ গোলের ব্যবধানে হেরেছিল। এই টানা ব্যর্থতায় চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষ দুইয়ে থেকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার পথটা কঠিন হয়ে গেল ক্রিস ওয়াইল্ডের দলের জন্য।
বর্তমানে ৪২ ম্যাচ খেলে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ দুটি স্থান দখল করে আছে লিডস ইউনাইটেড ও বার্নলি। অন্যদিকে, সমান ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৩। লিগের শেষ পাঁচ ম্যাচে যদি তারা পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে সেরা দুইয়ের মধ্যে জায়গা করে নিতে না পারে, তাহলে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার জন্য প্লে-অফের কঠিন লড়াইয়ে নামতে হবে তাদের।
শেফিল্ডের এই অবস্থার কারণে মিডফিল্ডার হামজা চৌধুরীর প্রিমিয়ার লিগ ভবিষ্যৎও ঝুলে আছে। তিনি বর্তমানে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে খেলছেন। মৌসুম শেষে তার মূল ক্লাব লেস্টারে ফিরে যাওয়ার কথা। কিন্তু লেস্টার সিটিও বর্তমানে প্রিমিয়ার লিগে ধুঁকছে। ৩২ ম্যাচ শেষে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের ১৯তম স্থানে অবনমনের মুখে আছে। যদি নাটকীয় কিছু না ঘটে, তবে লেস্টারেরও চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে হামজার আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন আরও ফিকে হয়ে আসবে।
তবে হামজার সামনে আশার আলো এখনো পুরোপুরি নিভে যায়নি। যদি শেফিল্ড ইউনাইটেড প্লে-অফ বাধা পেরিয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে এবং একই সাথে হামজাকে পাকাপাকিভাবে দলে রেখে দেয়, তবেই আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এই বাংলাদেশি মিডফিল্ডারকে দেখা যেতে পারে।
The post শেফিল্ডের টানা হার, শঙ্কায় হামজার প্রিমিয়ার লিগ স্বপ্ন appeared first on Bangladesher Khela.