10:51 am, Wednesday, 23 April 2025
Aniversary Banner Desktop

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সামনে এক ঐতিহাসিক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে আয়োজিত এই আসরে বিশ্বের মোট আটটি দেশ অংশ নেবে।
স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল ২১ সদস্যের স্কোয়াড পাঠাবে, যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং একজন আম্পায়ার।

বাংলাদেশ দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি শুধু আমাদের জন্য নয়, গোটা দেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।

তবে এই গর্বের মুহূর্তটি পূর্ণতা পেতে এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনিশ্চয়তা। মহসিন জানান, এই মুহূর্তে আমাদের কোনো স্পন্সর বা আর্থিক সহযোগী নেই। আমরা বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগটি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

The post হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ appeared first on Bangladesher Khela.

Tag :

হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ

Update Time : 11:39:06 pm, Sunday, 13 April 2025

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সামনে এক ঐতিহাসিক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে আয়োজিত এই আসরে বিশ্বের মোট আটটি দেশ অংশ নেবে।
স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল ২১ সদস্যের স্কোয়াড পাঠাবে, যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং একজন আম্পায়ার।

বাংলাদেশ দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি শুধু আমাদের জন্য নয়, গোটা দেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।

তবে এই গর্বের মুহূর্তটি পূর্ণতা পেতে এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনিশ্চয়তা। মহসিন জানান, এই মুহূর্তে আমাদের কোনো স্পন্সর বা আর্থিক সহযোগী নেই। আমরা বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগটি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।

The post হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ appeared first on Bangladesher Khela.