
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলতে গিয়েই বড় ধাক্কা খেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। টুর্নামেন্ট শুরুর আগেই আঙুলে চোট পেয়ে ছিটকে পড়েন তিনি। ফলে হতাশা নিয়েই দেশে ফিরেছেন এই টাইগার ক্রিকেটার।
চোটের কারণে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লিটনকে। পাকিস্তান থেকে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশা গোপন রাখেননি তিনি। লিটন বলেন, ‘এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যা হয়েছে লসই হয়েছে। আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।’
তবে করাচি কিংসের পক্ষ থেকে পাওয়া সহানুভূতির প্রশংসাও করেছেন তিনি। লিটনের ভাষায়, ‘তারা যথেষ্ট হেল্পফুল। মন-মানসিকতার দিক থেকে তারা খুব ভালো। তারা সম্পূর্ণ সিদ্ধান্ত আমার ওপর ছেড়ে দিয়েছিল। তারা জানত যে সময় লাগবে। কিন্তু কতটুকু ব্যথা হচ্ছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল।’
লিটন আরও জানান, সামনে জাতীয় দলের খেলা থাকায় দ্রুত সুস্থ হয়ে ফিরতে চাচ্ছেন তিনি। অনুশীলন ছাড়া হুট করে এমন বড় মঞ্চে খেলা কঠিন বলেও উল্লেখ করেন এই ডানহাতি ব্যাটার।
ইতোমধ্যে করাচি চোটের কারণে লিটনের পরিবর্তে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার বেন ম্যাকডারমটকে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল পর্দা উঠেছে পিএসএলের দশম আসরের। করাচি কিংসের প্রথম ম্যাচেই লিটনের অভাব টের পাওয়া যায়নি। মুলতান সুলতানসের ২৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়েছে করাচি। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ গড়েও হার দেখে মুলতান। করাচির হয়ে সেঞ্চুরি করেন জেমস ভিন্স।
The post ইনজুরিতে শেষ পিএসএল, দেশে ফিরে যা বললেন লিটন appeared first on Bangladesher Khela.