
বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এর সঙ্গে রয়েছে জীবনের বন্ধন। এটা বাঙালির সর্বজনীন লোকজ উৎসব। পয়লা বৈশাখে সূর্যোদয়ের পর ছায়ানটের শিল্পীরা সংগীতের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। বর্ষবরণের এ অনুষ্ঠান ঢাকার রমনার বটমূলে হয়। স্থানটি বটমূল নামে পরিচিত। কিন্তু যে গাছের ছায়ায় মঞ্চ তৈরি হয়, সেটি বটগাছ নয়, অশ্বত্থগাছ। ইউনেসকো বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।