
রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখেছেন কিলিয়ান এমবাপ্পে। তাও আবার সেটা বেপরোয়া ট্যাকলের অপরাধে। সেজন্য তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সহকারী কোচ দাভিডে আনচেলত্তি।
ঘটনাটা লা লিগায় রিয়াল মাদ্রিদ-আলাভেস ম্যাচের প্রথমার্ধের। ৩৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি পায় তারা। তার ৪ মিনিট বাদে ঘটে অঘটন। মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোর ওপর ভয়ানক ট্যাকলের জেরে ভার রিভিউর পর… বিস্তারিত